সচরাচর জিজ্ঞাসা
সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশনের ওয়েবসাইটের লিংক কোথায় পাবো?

সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশনের লিঙ্ক হলোঃ https://smart.dgt.gov.bd এছাড়াও সরকারি যানবাহন অধিদপ্তরের মূল ওয়েবসাইটে "সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশন" নামক মেনুতে পাবেন।

আমি একজন নথি ব্যবহারকারী আমি কি আমার নথি আইডি পাসওয়ার্ড দিয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশন ওয়েবসাইটে লগিন করতে পারবো?

নথি ব্যবহারকারীগণ তাদের নথি আইডি দিয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের ওয়েবসাইটে লগিন করতে পারবেন। সেক্ষেত্রে, নথি আইডি দিয়ে লগিন করুন বাটনে ক্লিক করে আপনার নথি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন বাটনে ক্লিক করুন। সফলভাবে লগিন হলে আপনি সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশন ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখতে পারবেন।

সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশনের ওয়েবসাইটে আমি কি কি সেবা পাবো?

সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশন ওয়েবসাইটের সেবাসমূহ নিচের তালিকা দেয়া হলো-

  • গাড়ি বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন।
  • গাড়ি প্রতিস্থাপনের জন্য আবেদন করতে পারবেন।
  • গাড়ি সার্ভিসিংয়ের জন্য আবেদন করতে পারবেন।
  • গাড়ি মেরামতের জন্য আবেদন করতে পারবেন।
  • মেরামতের না-দাবী/ছাড়পত্র নিতে পারবেন।
  • গাড়িচালকের জন্য আবেদন করতে পারবেন ইত্যাদি।

সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ি ছাড়াও সরকারি যেকোন গাড়ি মেরামত করা যাবে কিনা?

যেকোন সরকারি গাড়ি মেরামত করা যাবে সেক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে সরকারি যানবাহন অধিদপ্তরের মেরামত কারখানায় ত্রুটিসমূহ উল্লেখ করে একটি আবেদন করতে হবে।

অনলাইনের মাধ্যমে NOC/ছাড়পত্র নেয়া যাবে?

অনলাইনের মাধ্যমে NOC/ছাড়পত্র নেয়া যাবে। সেক্ষেত্রে NOC/ছাড়পত্রের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশনের ওয়েবসাইটে আবেদন করতে হবে।

কতদিন পরপর গাড়ি সার্ভিসিং করতে হবে?

প্রতি ৩ মাস অন্তর অন্তর গাড়ি সার্ভিসিং করতে হবে।

সরকারি যানবাহন অধিদপ্তরের সেবাসমূহ পেতে আমি কি যেকোন জায়গায় থেকে আবেদন করতে পারবো?

সরকারি যানবাহন অধিদপ্তরের সেবাসমূহ পেতে, অটোমেশন ওয়েবসাইটের মাধ্যমে যেকোন স্থান হতে আপনি আবেদন করতে পারবেন।

সরকারি যানবাহন অধিদপ্তরের সেবায় অসন্তোষ্ট হলে অভিযোগ করা যাবে কি?

সরকারি যানবাহন অধিদপ্তরের সেবায় অসন্তোষ্ট হলে অভিযোগ করা যাবে। সেক্ষেত্রে সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশন ওয়েবসাইট থেকে অভিযোগ ব্যবস্থাপনায় আপনার অভিযোগটি দাখিল করতে পারেন।

সফটওয়্যার সম্পর্কিত জটিলতা সমাধানের জন্য যোগাযোগ করুন

সরকারি যানবাহন অধিদপ্তর

ইমেইলঃ poripool@gmail.com


সরকারি যানবাহন অধিদপ্তর

প্রবেশ করুন

পাসওয়ার্ড মনে রাখুন
পাসওয়ার্ড ভুলে গেছেন?
Captcha

অঙ্কটি মিলান।
যাচাইকরণ সম্পন্ন ✅
বৈধায়ন ব্যর্থ! ❌
নথি দিয়ে প্রবেশ করুন