সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশনের লিঙ্ক হলোঃ https://smart.dgt.gov.bd এছাড়াও সরকারি যানবাহন অধিদপ্তরের মূল ওয়েবসাইটে "সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশন" নামক মেনুতে পাবেন।
নথি ব্যবহারকারীগণ তাদের নথি আইডি দিয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের ওয়েবসাইটে লগিন করতে পারবেন। সেক্ষেত্রে, নথি আইডি দিয়ে লগিন করুন বাটনে ক্লিক করে আপনার নথি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন বাটনে ক্লিক করুন। সফলভাবে লগিন হলে আপনি সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশন ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখতে পারবেন।
সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশন ওয়েবসাইটের সেবাসমূহ নিচের তালিকা দেয়া হলো-
যেকোন সরকারি গাড়ি মেরামত করা যাবে সেক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে সরকারি যানবাহন অধিদপ্তরের মেরামত কারখানায় ত্রুটিসমূহ উল্লেখ করে একটি আবেদন করতে হবে।
অনলাইনের মাধ্যমে NOC/ছাড়পত্র নেয়া যাবে। সেক্ষেত্রে NOC/ছাড়পত্রের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশনের ওয়েবসাইটে আবেদন করতে হবে।
প্রতি ৩ মাস অন্তর অন্তর গাড়ি সার্ভিসিং করতে হবে।
সরকারি যানবাহন অধিদপ্তরের সেবাসমূহ পেতে, অটোমেশন ওয়েবসাইটের মাধ্যমে যেকোন স্থান হতে আপনি আবেদন করতে পারবেন।
সরকারি যানবাহন অধিদপ্তরের সেবায় অসন্তোষ্ট হলে অভিযোগ করা যাবে। সেক্ষেত্রে সরকারি যানবাহন অধিদপ্তরের অটোমেশন ওয়েবসাইট থেকে অভিযোগ ব্যবস্থাপনায় আপনার অভিযোগটি দাখিল করতে পারেন।
সরকারি যানবাহন অধিদপ্তর
ইমেইলঃ poripool@gmail.com